২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খসে পড়ছে ছাদের পলেস্তারা ঝুঁকি নিয়ে পাঠদান

চকরিয়ার বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়
বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন : নয়া দিগন্ত -

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুরাতন এ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এরই মধ্যে পলেস্তারা খসে পড়ে রডে মরিচা ধরেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা ।
সরেজমিন দেখা যায়, এশিয়ায় বৃহত্তর বদরখালী উপনিবেশিক কৃষি সমবায় সমিতির আওতায় বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে উচ্চ বিদ্যালয়টি। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট খেলার মাঠ ও আবাসিক হোস্টেল। প্রাকৃতিক দূর্যোগের সময় এ বিদ্যালয়ে উপকূলবাসী আশ্রয় নেয়। বর্তমানে বিদ্যালয় ভবনটির ছাদের ও দেয়ালের বিভিন্ন অংশের প্লাস্টার পলেস্তারা খসে পড়ছে । ছাদের রডগুলো মরিচাধরে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। একই সাথে দেয়ালের পলেস্তারা উঠে ইট দেখা যাচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য ঝুঁকিপূর্ণ এ ভবনেই পাঠদান চালানো হচ্ছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় । জনগুরুত্বপূর্ণ ও এলাকার শিক্ষা প্রসার ঘটাতে জরুরি ভিত্তিতে নতুন ভবনের বরাদ্দ প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যাতায়াত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকবাসী ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের নয়া দিগন্তকে জানান, ১৯৪৮ সালে এ বিদ্যালয়টি স্থাপিত হয়। সেই দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির শিক্ষকরা সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এ বিদ্যালয়ে দিনদিন শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় শ্রেণীকক্ষ সঙ্কট দেখা দিয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ১১০০ ছাত্র-ছাত্রী রয়েছে।
তিনি আরো জানান, পুরানো ভবনের পাশে ১৯৯৭ সালে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অর্থায়নে বিদ্যালয়ের বর্ধিত ভবন নির্মাণের জন্য পাইলিং কাজ শেষ করা হয়েছিল। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে তা দীর্ঘ সময় ধরে পড়ে থাকে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় এর ওপর অস্থায়ীভাবে গৃহনির্মাণ করে শ্রেণীকক্ষ সম্প্রসারণ করে কোনোরকমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দিকে পুরাতন ভবনটি ইতোমধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়ে নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত

সকল