০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল : নয়া দিগন্ত -


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সন্ত্রাসী সংগঠনের ব্যানারে তারা হাইকমিশন অফিসে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক, ভিয়েনা কনভেনশন সরাসরি লঙ্ঘন। পালিয়ে যাওয়া হাসিনা ও ভারত যখন দেশে কিছু করতে পারছে না তখন তারা পরিকল্পিতভাবে আমাদের হাইকমিশনে হামলা চালায়। আগরতলায় এমন আচরণের জন্য অনতিবিলম্বে ভারতকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ দেশের জনগণ কঠিন জবাব দিতে বাধ্য হবে। কোনো আগ্রাসনের কাছে আমরা মাথা নত করব না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বগুড়া অফিস জানায়, বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ জেলা সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সহিদ উন নবী সালাম প্রমুখ।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল ওলামা ও বৈষ্যমবিরোধী ছাত্ররা। সোমবার রাতে ইত্তেফাকুল ওলামা নগরীর গাঙিনারপাড় থেকে মিছিল সহকারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরপাড়ায় সমাবেশ করে। বক্তব্য রাখেন জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ, মাওলানা শরীফুর রহমান, মুফতি জাকির হোসেনসহ অন্যরা। একই সময়ে নগরীর টাউনহল মোড় থেকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাঈদ ইসলাম, আশিক, এহসান হাবীব, ফুয়াদ, মোজাম্মেল হক ও সজীবের নেতৃত্বে বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙিনারপাড় ট্রাফিকমোড়ে শেষ হয়।

ফেনী অফিস জানায়, ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ জিরোপয়েন্টে এসে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খেলাফত মজলিস ফেনী শহর শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির শহর সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোজাফফর আহমদ জাফরী। শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ফেনী শহর শাখার সহসভাপতি মাওলানা ফজলুল করীম প্রমুখ।

জাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মশাল মিছিল বের করেন তারা। মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করে। মিছিলে অংশগ্রহণকৃত সংগঠনগুলোর মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।

হাবিপ্রবি সংবাদদাতা জানান, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাইদ চত্ত্বরে (পুরনো ভাস্কর্য মোড়) এসে এক সমাবেশে রুপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুল ইসলাম রিতম, জান্নাতুল নাঈম, ইয়াছিন আহমেদ ও ফারিয়া সুলতানা।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সোমবার রাত ৯টার দিকে হাটহাজারীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাওলানা আসাদ উল্লাহ, আমান উল্লাহ, জিয়াউল হক, এইচ এম শহিদ, মো: ইব্রাহীম প্রমুখ। বিক্ষোভ মিছিলটি ডাক বাংলো চত্তর থেকে শুরু হয়ে পৌরসভার বাস স্টেশন, কলেজগেট হয়ে কাচারি সড়ক প্রদক্ষিণ করে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।


আরো সংবাদ



premium cement