০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ফুলপুরে রাস্তা ভেঙে জনদুর্ভোগ

বন্যায় ভেঙে যাওয়া রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় : নয়া দিগন্ত -

গত অক্টোবরের বন্যায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামের রাস্তাটি ভেঙে যাওয়ার পর আজও মেরামত করা হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
জানা যায়, উপজেলার সিংহেশ্বর-দনারভিটা সড়কের পুড়াপুটিয়া গ্রামের ইটের সলিং দেয়া রাস্তাটি ভেঙে পার্শ্ববর্তী খালে বিলীন হয়ে যায়। এতে করে ওই রাস্তায় চলাচলকারী সবধরনের যানবাহন বন্ধ হয়ে যায়।
পুড়াপুটিয়া গ্রামের শাকিল মিয়া জানান, কর্তৃপক্ষ যেন ভুলে গেছে যে রাস্তাটি মেরামত করতে হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্প আসা-মাত্রই কাজ শুরু করা হবে।


আরো সংবাদ



premium cement