৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় : জাতীয় নাগরিক কমিটি

-

রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান ব্যক্তি, দল বা কোনো গোষ্ঠীর নয়, এটা জনগণের। সে কারণে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জবাবদিহীতার আওতায় আনার দাবি করছেন জাতীয় নাগরিক কমিটি। গত বৃহস্পতিবার রাতে রংপুর টাউন হলে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে রংপুর মহানগর ও জেলা সংগঠকদের নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তারা। এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও রংপুর বিভাগের সমন্বয়কারী আতিক মুজাহিদ ও ডা: মো: আব্দুল আহাদ, রংপুরের সমন্বয়ক আলমগীর নয়ন, এম আই সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।
আতিক মুজাহিদ বলেন, গত ১৭ বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের কথা ছিল সংস্কার এবং পুনর্গঠণ। প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে কিছু লোক। এই নিরপেক্ষ সময়ে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে অন্য সময়ে সেটা হবে না।
পিআর কনসেপ্ট সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সংবিধান সংস্কার কমিটির সদস্য আতিক মুজাহিদ বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি প্রেশার গ্রুপ। এখান থেকে কিছু লোক হয়তো রাজনীতি করতে পারেন। কিন্তু এটা কোনো রাজনৈতিক দল নয়। আমরা প্রস্তাবনা দিয়েছি, পিআর এর ক্ষেত্রে দ্বি-কক্ষ বিশিষ্ট করা হোক।

 


আরো সংবাদ



premium cement