৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাহিরপুরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

-

সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট সড়কের পাতারগাঁও নামক স্থানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাঁদা নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাদাঘাট বাজারের কালিবাড়ি রোডে এ মানববন্ধনে সর্বস্থরের মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বাদাঘাট বাজার। এ বাজার থেকে তাহিরপুর সদর রাস্তার খুবই গুরুত্বপূর্ণ। এখন শুকনো মৌসুম, তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি শুকিয়ে যাওয়ার কথা। অথচ এ সড়কের পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি চক্র অবৈধভাবে মাটির বাঁধ দিয়ে পানি আটকিয়ে মূল সড়ক ( ৪০-৫০ ফুট) ডুবিয়ে রেখে মোটরসাইকেল প্রতি ২০ টাকা ও জন প্রতি ১০ টাকা করে চাঁদা আদায় করছে। তাই ওই অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশন করে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 


আরো সংবাদ



premium cement