গুলিবিদ্ধ ৩ ছাত্রের দায়িত্ব নিলো প্রশাসন
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২
ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত তিনজনের দায়িত্ব নিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন। গত বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত আহত ও শহীদদের স্মরণ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের গুলিতে আহত মো: জাহেদুর রহমান, সজীব হোসেন ও মিজানুর রহমান মিজানের সুচিকিৎসার জন্য সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন ইউএনও।
আহত সজীব বলেন, মানিকগঞ্জের খালপাড়ে আন্দোলনরত অবস্থায় ছাত্র ও যুবলীগ আমাদের ওপর লাঠি ও চাপাতি দিয়ে আঘাত করে। পরে পুলিশ গুলি করলে আমার বাম হাত ও পায়ের দু’টি আঙুল কেটে পরে যায়।
ধামরাইয়ের হার্ডি স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনরত অবস্থায় সাটুরিয়ার দরগ্রাম গ্রামের পুলিশের গুলিতে নিহত শহীদ আরিফুল ইসলাম সাদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। স্বরণ সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মামুন উর রশিদ, শহীদ সাদের চাচা সাগর হোসেন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা