২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর

রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল অবশেষে বদলি

-

প্রতারণা মামলায় চার্জশিটভুক্ত আসামি বহুল আলোচিত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হককে অবশেষে বদলি করা হয়েছে। রাজশাহী টিটিসি থেকে তাকে বগুড়া টিটিসিতে বদলি করা হয়। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ( প্রশিক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মো: সালাহ উদ্দিন নয়া দিগন্তকে বলেন, আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাকে (অধ্যক্ষ) সংযুক্তিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী, এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করেছেন। তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চলে আসছিল।
অধ্যক্ষ এমদাদুল হকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের নারী চিফ ইনস্ট্রাক্টরকে (জেনারেল ইলেকট্রনিক্স) আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগও রয়েছে। অধ্যক্ষের আপত্তিকর ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে ওই নারীকে হয়রানি ও হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী নারী। এসব বিষয় নিয়ে নয়া দিগন্তে একাধিক সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হককে বদলি করা হলো। তবে এ ব্যাপারে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement