২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের পৃথক কর্মশালা

-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে সকালে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বিল্ডিং মাইন্ডসেট: ওয়ে টু বি পজিটিভ থিংকার’ এবং বিকেলে শিক্ষকদের অংশগ্রহণে ‘রোল অব ইউজিসি টু এনহ্যান্স কোয়ালিটি
অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র আয়োজনে উভয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। আইকিউএসি পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। উভয় কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাইভেট বিশ^বিদ্যালয় ডিভিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁঞা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নোবিপ্রবি ভিসি বলেন, ‘এ ধরনের কর্মশালার মাধ্যমে আমাদের বিশ^বিদ্যালয় উপকৃত হবে। আমি আশা করব- আইকিউএসি নিয়মিত এ ধরণের কর্মশালা ও প্রশিক্ষণ পরিচালনা করবে। আমরা খুব দ্রুত ওবিই কার্যক্রমের দিকে যাবো। একই সাথে নোবিপ্রবিতে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলা হবে। আগামীতে র্যাঙ্কিয়ে কিভাবে নোবিপ্রবিকে আরো এগিয়ে নেয়া যায় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।


আরো সংবাদ



premium cement