আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:০৮
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা রিপন মিয়াসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার গ্রেফতারকৃত রিপন মিয়াসহ অন্যান্য আসামিকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার আওয়ামী লীগ নেতা রিপন আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলায় গ্রেফতার আসামিরা হলেন- আশুলিয়ার বাগবাড়ি মোল্লাবাড়ি এলাকার রতন, তাজপুর এলাকার আমজাদ হোসেন ও নরসিংহপুর এলাকার শুকুর আলী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ও আশুলিয়া থানা লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় সাভার-আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ ও কয়েক শতাধিক লোক আহত হলে মামলা দায়ের করে পরিবার। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা