১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাকোপে আগাম সবজিতে লাভের আশায় কৃষক

দাকোপে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক : নয়া দিগন্ত -

প্রকৃতিতে শীতের পদধ্বনি শোনা যাচ্ছে। সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু সূর্যের আলোতে চিক চিক করছে। উত্তরের হিমেল হাওয়া শীতল পরশ বুলিয়ে যায় রাতে। আর এসব জানান দেয় শীতের আগমন। এর মধ্যেই শীতের আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। অনেক কৃষকের ক্ষেতের চারা বড় হয়ে গেছে। শীত নামার আগেই এসব সবজি বাজারে আসবে, বলছেন কৃষকেরা।
খুলনার দাকোপ উপজেলায় চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন চোখে নিয়ে ভোর থেকে মাঠে কাজ করছেন পুরুষের পাশাপাশি নারীরাও। জলাবদ্ধতা কাটিয়ে নতুন করে ক্ষেত প্রস্তুত করছেন কেউ আবার কেউ কেউ আগাম সবজি বাজারে বিক্রি করছেন চড়া দামে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতকালীন আগাম সবজি টমেটো, শিম, ফুল কপি, খিরাই, ঢেঁড়স, পালংশাক ও বিভিন্ন সবজিসহ নতুন আলু চাষে ব্যস্ততার মধ্যে দিন পার করছেন কৃষকেরা। পালখালী এলাকার কৃষক তাপস সরকার জানান, ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ক্ষেত প্রস্তুতিতে দেরি হয়েছে। আমার ৭৫ শতক জমির মধ্যে ৫০ শতকে ফুলকপির চারা রোপণ করেছি। বাকি ২৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করব।
লাউডোবের কৃষক সুনিল বলেন যুগ যুগ ধরে বাণিজ্যিক ভিত্তিতে আগাম সবজি চাষে বেশ আলোড়ন তুলছেন। ক্ষেত থেকে সবজি নিয়ে কৃষকেরা পাশের বাজুয়ার হাটে গেলেই পাইকারি ক্রেতারা তাদের কাছ থেকে কিনে জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যান। এখানে মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, লাউ ২৫-৩০ টাকা ধরে পাইকারি বিক্রি করেন কৃষকরা। কৈলাশগঞ্জ গ্রামের কৃষক আব্বাস উদ্দিন (৫০) জানান, প্রতি বছর ৩ থেকে ৪ বিঘা জমিতে সবজি চাষ করি। ক্ষেত থেকে মাসে ৬ বার মিষ্টি কুমড়া তোলা হয়, প্রতিবার ৪ থেকে ৫ মণ পাওয়া যায়। তিনি বলেন, ১২ মাসি সবজিতে বেশি মুনাফা পাওয়া যায়। এখানকার সবজি কীটনাশকমুক্ত। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবার দাকোপ উপজেলায় প্রণোদনা হিসেবে ১০০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে সবজি বীজ ও নগদ ১০০০ টাকা বিতরণ করা হয়েছে। কৃষকেরা এখন ফেরোমন ফাঁদসহ জৈবসার ব্যবহার করে কীটনাশকমুক্ত সবজি চাষ করছেন। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে এবার দাকোপ উপজেলা শীতকালীন সবজি চাষ করে ভালো লাভবান হবে এ জনপদের কৃষকেরা।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল