১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোবিপ্রবিতে ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিষয়ক কর্মশালা

-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ওয়ার্কশপ অন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং: রিকয়্যারমেন্ট, এক্টিভিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে ও আইকিউএসির শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলামের সঞ্চালনায় স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন ‘র‌্যঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এটাই প্রথম ওয়ার্কশপ, যা অত্যন্ত গুরুত্ব বহন করে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিকে আরো যুগোপযোগী করে তুলতে হবে। রাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করবো। কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।’


আরো সংবাদ



premium cement