বড়াইগ্রামে ৫ নারী ছিনতাইকারী আটক
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩১
নাটোরের বড়াইগ্রাম থেকে পাঁচ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলো- ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সোনাতলা ইটখোলা গ্রামের নাদিরা (২৫), হবিগঞ্জের লাখাই থানার বামন গ্রামের পারভিন খাতুন (৩৭), কুলসুমা বেগম (৪০), মালা খাতুন (৪৭) ও মিনা খাতুন (৫০)।
স্থানীয়রা জানান, ছিনতাইকারী নারীরা বনপাড়া বাজারের মহিষভাঙ্গা সড়কে এক পথচারী মহিলার গলা থেকে ১২ আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আনসার সদস্যসহ স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌরশহর থেকে একজন গর্ভবতীসহ পাঁচ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা