ভূরুঙ্গামারী মুক্ত দিবস আজ
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৭
আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভূরুঙ্গামারী দেশের প্রথম উপজেলা হিসেবে হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী যৌথভাবে পরিকল্পনা অনুযায়ী ১৩ নভেম্বর কামান, মর্টার প্রভৃতি ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে। অপর দিকে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। ভোরের আলো ফোটার আগেই পাকিস্থানি বাহিনীর গুলি ছোড়া বন্ধ হয়ে যায়। পাকিস্থানি সেনারা পিছু হটে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। মুক্তিবাহিনী ১৪ নভেম্বর ভোরে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ও তৎকালীন সিও (বর্তমান উপজেলা পরিষদ) অফিসের সামনে চলে আসে। এ সময় স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ যুদ্ধে পাকিস্থানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন পাকসেনা নিহত হয়। আটক হয় আরো ৩০ থেকে ৪০ জন পাকসেনা। তৎকালীন সিওর বাসভবনের (বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন) দোতলার একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় কয়েকজন নির্যাতিত নারীকে নগ্ন অবস্থায় পাওয়া যায়। তাদের অনেকেই ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। অপর দিকে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা