সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
- সিলেট ব্যুরো
- ১৩ নভেম্বর ২০২৪, ০২:৪৫
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। পৃথক পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ৭২ পিস শাড়ি, ২১৭.৫ মিটার পর্দার কাপড়, ২টি মোটরসাইকেল, ১৪,৮৪০ কেজি রোশন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৫টি নৌকাসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করে, যার মূল্য ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানি মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা