ঈশ্বরদীতে রেললাইনে দৌড়াতে গিয়ে শ্রমিকের মৃত্যু
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
পাবনার ঈশ্বরদীতে পাকশী রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিদ আহমেদ রাতুল (১৮) নামের এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন আলিফ হোসেন নামের আরেক যুবক। শনিবার রাত ১০টার দিকে পাকশী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আহত আলিফ ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মাহাবুব আলমের ছেলে। তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত। আহত আলিফকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আলিফ জানান, প্রতিদিনই আমরা দুই বন্ধ রাতে দৌড়াইতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সাথে সিদ্ধান্ত নেই রাতে আমরা দৌড়াব। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে একপর্যায়ে রুপপুর সাঁকোর মুখ থেকে পাকশী রেললাইনের ওপরে উঠে ভেড়ামারার দিকে দৌড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই যে ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এর জন্য বাম সাইড দিয়ে দৌড়াচ্ছিলাম আমি আর রাতুল। রাতুল রেললাইনের মাঝামাঝি ছিল আর আমি সাইড দিয়ে দৌড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা