শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে কুষ্টিয়ার শহীদ ১৫ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে স্থানীয় দিশা টাওয়ারে এক অনুষ্ঠানে এসব অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, যুগ্ম আহবায়ক শেখ সাদী, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামানিক, সদস্যসচিব ইঞ্জি: মো: জাকির হোসেন সরকার, নির্বাহী সদস্য অ্যাড. মা: বশিরুল আলম চাঁদ, বিএনপি নির্বাহী পরিষদের সদস্য ফরিদা রহমান, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী কুমকুম রহমান, ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান, সদস্যসচিব মকসেদুর মোমিন মিথুন ও সদস্য মোস্তাকিন বিল্লাহসহ আরো অনেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা