০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্মরণসভা

-

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন- আমরা কীর্তিমানদের অবদানগুলো ভুলে যাই, যে সমাজের মানুষ তার গুণীজনদের স্মরণ করে না, তারা এগিয়ে যেতে পারে না। একজন মানুষ কতটা দক্ষ হলে তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হতে পারেন, তার বাস্তব উদাহরণ হলেন আবদুর রহমান বিশ্বাস। গুণী এই মানুষটিকে যেন আমরা ভুলে না যাই।
শুক্রবার সকালে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, বরিশালের উন্নয়নে আবদুর রহমান বিশ্বাসের অবদান বরিশালবাসী কখনো ভুলতে পারবে না। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিছু লোক ঘাট এবং বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে বিএনপির দুর্নাম করছে, এদের প্রতিহত করতে হবে।
আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এ কে এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিংকন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, স্বাধীনতা ফোরামের সদস্যসচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, বিএনপি নেতা নুরুল মোমেন কোটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্যসচিব ইলিয়াস আহমাদ।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার

সকল