সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্মরণসভা
- বরিশাল ব্যুরো
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন- আমরা কীর্তিমানদের অবদানগুলো ভুলে যাই, যে সমাজের মানুষ তার গুণীজনদের স্মরণ করে না, তারা এগিয়ে যেতে পারে না। একজন মানুষ কতটা দক্ষ হলে তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হতে পারেন, তার বাস্তব উদাহরণ হলেন আবদুর রহমান বিশ্বাস। গুণী এই মানুষটিকে যেন আমরা ভুলে না যাই।
শুক্রবার সকালে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, বরিশালের উন্নয়নে আবদুর রহমান বিশ্বাসের অবদান বরিশালবাসী কখনো ভুলতে পারবে না। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিছু লোক ঘাট এবং বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে বিএনপির দুর্নাম করছে, এদের প্রতিহত করতে হবে।
আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এ কে এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিংকন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, স্বাধীনতা ফোরামের সদস্যসচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, বিএনপি নেতা নুরুল মোমেন কোটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্যসচিব ইলিয়াস আহমাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা