আশুলিয়ায় ডিস ব্যবসায়ীকে মারধর
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকার আশুলিয়ায় ডিস ব্যবসা দখলে নিতে নাজমুল মোল্লা (৩৫) নামের এক ডিস ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত হওয়ার পর তিনি স্থানীয় নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ভুক্তভোগী ডিস ব্যবসায়ী বাদি হয়ে ছয়জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- বুড়িপাড়া এলাকার মজিবর মোল্লার ছেলে কাদের মোল্লা, একই এলাকার মাসুম আলীর ছেলে কামরুল, আনছুর আলী মোল্লার ছেলে সোহাগ মোল্লা ও সাদ্দাম, জসিম মোল্লার ছেলে আব্বাস আলী এবং মজিবর মোল্লার ছেলে মিঠুন মোল্লা।
গতকাল শনিবার সকালে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় মারধরের শিকার হন আবুল হোসেন মোল্লার ছেলে ডিস ব্যবসায়ী নাজমুল মোল্লা। তিনি সিফাত স্যাটেলাইটের কর্ণধার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা