মাল্টা চাষে সফল কৃষি উদ্যোক্তা দুলু মিয়া
- তোফায়েল আহমদ বিয়ানীবাজার (সিলেট)
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
সিলেট বিয়ানীবাজারের জলঢুপী আনারস ও কমলা সবাই চেনেন। যদিওবা দিন দিন সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেই জলঢুপেই এবার মাল্টার বাম্পার ফলন দেখিয়ে সবাইকে চমকে দিলেন দুলু মিয়া নামের এক শৌখিন কৃষি উদ্যোক্তা। ২০১৯ সালে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করার পরের বছরেই ফলন পেতে শুরু করেন তিনি। ২০২৩ এবং ২০২৪ সালে বাণিজ্যিকভাবে তিনি মাল্টা বিক্রি করেছেন আনুমানিক পাঁচ লাখ টাকার।
সরেজমিন উপজেলা শহর থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত টিলা বেষ্টিত এলাকা জলঢুপে ৫০ শতক জমির ওপর চার শতাধিক গাছের মাল্টা বাগান দেখতে গিয়ে যে কারো মনে হতে তিনি ইউরোপের কোনো দেশে এসেছেন। গাছে গাছে শত শত বারী-১ এবং বারী-৪ জাতের মাল্টা ঝুলছে। এ বছর এখন পর্যন্ত প্রায় তিন লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন বলে জানান গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামের বাসিন্দা কৃষি উদ্যোক্তা দুলু মিয়া।
তিনি জানান, জলঢুপ আনারস ও কমলার জন্য বিখ্যাত হলেও এ দুইটি ফলের আবাদে বাণিজ্যিকভাবে কেউ সফল হতে পারেননি। এখানে অন্যান্য ফল চাষের কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষ অনেকটা নিরাপদ। তাই ২০১৯ সালে নিজের ও স্বজনের ৫০ শতক জায়গা লিজ নিয়ে তিনি উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া মাল্টার চারা রোপণ করেন। ২০২১ সাল থেকে মাল্টার চাষ শুরু। ২০২২ ও ২০২৩ সালে ফলন হয়। বাগানে আসা অনেক পর্যটক ও এলাকার মানুষ কিনে নিয়ে যান তার বাগান থেকে মাল্টা। এ থেকে তিনি ভালো আয় করেছেন। তবে ২০২৩ ও ২০২৪ সালে মাল্টার বাম্পার ফলন হওয়ায় প্রায় পাঁচ লাখ টাকার মাল্টা বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। তার আশা এবার দুই লাখ টাকার মাল্টা বিক্রি করবেন।
মাল্টার পাশাপাশি এখানে ঐতিহ্যবাহি জলঢুপী কমলা, দার্জিলিং কমলা ও চায়না কমলার শতাধিক গাছ রয়েছে। কমলার ফলনও ভালো। আগামী ডিসেম্বরে কমলা বিক্রি শুরু করবেন বলে তিনি জানান। তিনি জানান, বিশেষ করে তৎকালীন কৃষি অফিসার আনিসুজ্জামানের সহযোগিতা পেয়েছেন ভালো। পতিত জমিতে তরুণরা মাল্টা চাষে এগিয়ে এলে দুলু মিয়া তাকে সহযোগিতা করবেন বলে জানান।
মাল্টা কিংবা যেকোনো কৃষি জাত ফসল উৎপাদনে কৃষিবিভাগ কাজ করছে বলে জানায় উপজেলা কৃষিবিভাগ। বিশেষ করে মাল্টা চাষিদের আশানুরূপ ফলনে প্রত্যাশিত সাফল্যে হতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, দুলু মিয়া একটি পতিত জমিতে সাইট্রাস জাতীয় ফল মাল্টার বাগান করে সফল হয়েছেন এবং বর্তমান তরুণদের জন্য অনুকরণীয় তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা