চাটমোহরে গুয়খড়া রেলস্টেশন ভবন ধসে পড়ার শঙ্কা
- নূরুল ইসলাম চাটমোহর (পাবনা)
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলা আর অযতেœ পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের গুয়খড়া রেল স্টেশনের টিকিট কাউন্টারের যে পুরনো বিল্ডিংটি রয়েছে, তা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে মানুষের প্রাণহানির মতো ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা। বিল্ডিংটির দেয়ালও যেকোনো সময় ভেঙে পড়তে পারে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন হলো এই স্টেশনের প্রতি রেল কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। রেলে চাকরিরত কোনো কর্মকর্তা না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টেশনটি। এটি এখন গরু ছাগলের বিচরণভূমিতে পরিণত হয়েছে। স্টেশানে কোনো প্লাটফর্ম নেই। এখানে কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। শুধু একটি লোকাল ট্রেন এখানে স্টোপেজ দেয়। তা-ও প্লাটফর্ম না থাকায় যাত্রীদের চরম বিরম্বনায় পড়তে হয়। বিশেষ করে একটু বয়স্ক মানুষ প্লাটফর্ম না থাকায় ট্্েরনে উঠতে নামতে বেশ কষ্ট করতে হয়। নামতে গিয়ে অনেকেই পা ফসকে পড়ে গিয়ে আহতও হন।
স্থানীয় মেডিসিন ব্যবসায়ী আহম্মদ আলী বলেন, এই স্টেশনটি দ্রুত সংস্কার করা দরকার। এখানে রেলের কোনো স্টাফ নেই, প্লাটফর্ম নেই। অথচ এখানে প্রচুর ট্রেনযাত্রী রয়েছেন। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই স্টেশানটি সংস্করণ করে একটি বা দু’টি আন্তনগর ট্রেনের স্টোপেজ দেয়া উচিত।
রেলস্টেশনের সাথে গড়ে উঠা স্থানীয় চায়ের দোকানি ও ব্যবসায়ীরা বলেন, এখানে শুধু একটি লোকাল (ভোরট্রেন) স্টোপেজ দেয়। ট্রেন না থামলে যাত্রীদের আসা যাওয়া হবে কিভাবে। তাই বিক্রি বাট্টাও তেমন নেই। যা দুই এক কাপ চা বিক্রি হয়, এতে সংসার চলে না। সরকার যদি এই অবহেলিত স্টেশনের দিকে একটু নজর দেয়, তাহলে স্টেশনটি আগের মতো জমজমাট হয়ে ওঠে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা