০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

কাজে আসছে না ৩ কোটি টাকার স্লুইস গেট

চুরি হওয়া জলকপাট ও হ্যান্ডেলবিহীন স্লুইস গেট : নয়া দিগন্ত -

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৮৫-৮৬ অর্থ বছরে মোহনগঞ্জ চর হাইজদা বেড়িবাঁধ প্রকল্পের আওতায় বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের বড় রাস্তার ওপর দুই কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে (জমি অধিগ্রহণসহ) যে স্লুইস গেটটি নির্মাণ করা হয়েছিল তা এখন অকেজো। কাজে আসছে না এক টাকারও।
খিদিরপুর, খিলা, সোনারামপুর, পানুর, বামুন্দী, সমাজ, পাবইপাড়াসহ অন্যান্য গ্রামের আবাদি জমিতে পানির ব্যবস্থাপনা এবং যথাসময়ে পানি অপসারণের লক্ষ্যে এই স্লুইস গেটটি নির্মাণ করা হয়েছিল। ডাবল বেনের এই স্লুইস গেটটি শুধুই রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। গেটের জল কপাট, হাতল হ্যান্ডেলও উধাও। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কোনো কাজে আসেনি।

স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ: মন্নাফ জানান, আমরা শুধু নামেই কমিটি। গেটের জল কপাট না থাকায় এর কোনো কার্যক্রমও নেই। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটি আছে কিনা জানা নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। স্থানীয় জনসাধারণ রাষ্ট্রের শতশত কোটি টাকার অহেতুক অপচয় এবং প্ল্যান কোড অনুসরণ না করে স্থাপনা নির্মাণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল