গাংনীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের প্রতিবাদ
- মেহেরপুর প্রতিনিধি
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার গাংনী প্রেস ক্লাবের সামনের রাস্তায় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আদিলা আজহার আরশী ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান।
গত সোমবার নিজ কার্যালয়ে হোসনে মোবারক মেহেরপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার তদন্তের শুনানি করার সময় কিছু যুবকের হামলার শিকার হন তিনি। ঘটনায় আটজনের নামে একটি মামলা দায়ের করেছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা