উজিরপুরে যুবদল নেতার শাস্তি দাবিতে বিক্ষোভ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
বরিশালের উজিরপুরের গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কুরআন ও শিক্ষকদের অবমাননা করায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদারের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার গুঠিয়া বন্দরে স্বরূপকাঠি-গড়িয়ার পার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজ।
এ ব্যাপারে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন বলেন, অভিভাবক সদস্য ও শিক্ষকদের নিয়ে আমার অফিস কক্ষে মিটিং চলাকালীন ম্যানেজিং কমিটির সদস্য রবিউল এসে টেবিলের ওপর লাফ দিয়ে উঠে বসে। ওই স্থানে কুরআন মাজিদ রাখা ছিল। এ ঘটনায় সে সবার সামনে ক্ষমা চেয়েছিল।
অভিযুক্ত রবিউল জানান, আমাকে না বলে মিটিং করায় আমি রাগান্বিত হই। মূলত চেয়ার না থাকায় টেবিলের ওপরে বসেছি। কুরআন মাজিদ অবমাননা করিনি।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা