বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল ব্যুরো
স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা, উত্তরপত্রের যথার্থ মূল্যায়ন ও সেশনজট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। গত সোমবার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু করে মসজিদ গেটে গিয়ে শেষ করে। সে সময় শিক্ষার্থীরা বলেন, আগামী সাত দিনের ভিতরে এসব দাবি না মানা হলে আমরা লাগাতার কর্মসূচি দেবো।
আসন পুনর্বহাল দাবি
বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বামনা উপজেলায় জেলার সংসদীয় আসন বিন্যাস কমিটির বাস্তবায়নে উপজেলার গোলচত্বরে মানববন্ধন হয়েছে। গত সোমবার উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলুর সঞ্চালনায় এ কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী ও জনসাধারণ অংশ নেন। এর আগে বামনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংসদীয় আসন পুনর্বহালের দাবির যৌক্তিক বিষয়গুলো স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়।
উচ্ছেদ অভিযান
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গত সোমবার চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র রাকিব (১৩) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। গত সোমবার লস্করপুর আজিজিয়া দারুল উলুম মারাসার সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহত রাকিবের মা রাবু আক্তার বলেন, আড়াই বছর ধরে আমি বিচার পাচ্ছি না।
কুচকাওয়াজ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এ ইনসার্ভিস বিভাগীয় ক্যাডেটদের (এসআই) ২১তম ডিসি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর করিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং) আ ফ ম আল কিবরিয়া প্রমুখ। ২৫৭ জন ক্যাডেট এ প্রশিক্ষণে অংশ নেন।
হাসি মুখ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনা লাভে নিত্যপণ্যের বিক্রয় কেন্দ্রে ভিড় বেড়েছে ক্রেতাদের। তারা চাহিদা মতো বিভিন্ন ধরনের শাক-সবজিসহ বিভিন্ন পণ্য ন্যায্য দামে কিনে ব্যাগ ভরে হাসি মুখে বাড়ি ফিরছেন। গত সোমবার শ্রীমঙ্গল পৌর শহরের স্টেশন রোডস্থ মাছ বাজার সংলগ্ন ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্র’ চালু করেছেন সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: মহসিন মিয়া মধু। তিনি নিজেই উপস্থিত হয়ে ক্রেতাদের হাতে সুলভ মূল্যের পণ্য তুলে দেন।
দুর্বৃত্তের কবলে মা ইলিশ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জেলা মৎস্য ভবনের কার্যালয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। গত সোমবার জেলা মৎস্য অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভায় চার উপজেলার মৎস্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় একজন উপজেলা মৎস্য অফিসার স্পষ্ট করে বলেন, মা ইলিশ এখন দুর্বৃত্তের কবলে। জাতীয়ভাবে সচেতন না হলে এসব দুর্বৃত্তের হাত থেকে ইলিশ রক্ষা করা যাবে না।
ক্যাম্পুরী উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
‘কাব স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এ সে্লাগানে নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। গত রোববার বাংলাদেশ স্কাউটস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কাউটস উপজেলার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, খুবজীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা