০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

গোয়ালন্দে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ৯

-

রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া ও ২ নম্বর ওয়ার্ডের নগর রায়েরপাড়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নে খ্যাপা শিয়ালের কামড়ে একই পরিবারের এক শিশু ও নারী মিলে পাঁচজনসহ মোট ৯ জনকে গুরুতর আহত করে।
আহতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার মাস্টারপাড়ার মৃত কাঞ্চিরাম সূত্রধরের ছেলে সন্তোষ সূত্রধর, পলাশ রায়ের স্ত্রী চপলা বিশ্বাস, হিরম্বয় কবিরাজের স্ত্রী নমিতা কবিরাজ, পলাশ কবিরাজের স্ত্রী দিপালী কবিরাজ, সমেন বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস।
এর কিছুক্ষণ আগে পাশের এলাকা নগর রায়েরপাড়ার নিরোধ রায়ের ছেলে নয়ন রায়, নগর রায়েরপাড়ার শ্রীধাম রায়ের ছেলে রতন রায়, দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন শেখ, ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হারুন খাঁর স্ত্রী শারমিন। আহত সন্তোষ সূত্রধর ও অন্যান্যরা জানান, পলাশের স্ত্রী দিপালী টিউবয়েলে হাত পা ধোয়ার সময় হঠাৎ শিয়াল এসে তাকে কামড়ে ধরে। তার চিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে গেলে কয়কটি শিয়াল সবাইকে আক্রমণ করে।
এ সময় শিশু কনককে শিয়াল কামড়ে ধরে মুখে করে টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা সম্ভব হয়। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রবিউল ইসলাম জানান, খ্যাপা শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়া ওই লোকজনগুলোকে হাসপাতাল আনা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামড়ানো রোগের ইনজেকশন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল