বকেয়া পানির বিল ১ কোটি ৩১ লাখ টাকা
- গোপালগঞ্জ প্রতিনিধি
- ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮
গোপালগঞ্জ পৌরসভার পানি শাখার বকেয়া বিল দাঁড়িয়েছে এক কোটি ৩১ লাখ টাকার বেশি। পৌরসভা থেকে বারংবার নোটিশ দেয়ার পরও বকেয়া টাকা আদায় না হওয়ায় শিগগিরই সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করাসহ আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলছে পৌর প্রশাসন।
পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী স্বরূপ বোস বলেন, প্রথম শ্রেণীর এ পৌরসভার পানি শাখার গ্রাহক সংখ্যা ৯ হাজার ৬৮৯। এ ছাড়া সংযোগ বন্ধ করা আছে ২০৬টি। পানি শাখার এক কোটি ৩১ লাখ ৮ হাজার ৭ টাকার বকেয়া বিল আদায়ে আমরা গ্রাহকদের ডাকে নোটিশ পাঠিয়েছি। তাদের মধ্যে জেলা আইনজীবী সমিতির কাছে দুই লাখ ৪৫ হাজার ৯৭৫ টাকা। কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির কাছে ৫২ হাজার ৮৭০ টাকা। জেলা ক্রীড়া সংস্থার কাছে ৫০ হাজার ৩৪ টাকা। জাতীয় মহিলা সংস্থার কাছে ৪৯ হাজার ৮৫০ টাকা। সরকারি হাঁস-মুরগি খামারের কাছে ৪৭ হাজার টাকা পানির বিল পাওনা রয়েছে।
তিনি জানান, পৌর প্রশাসকের নির্দেশে বকেয়া পাওনা আদায়ে নভেম্বর মাস থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নাগরিক সেবা নিশ্চিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ শুরু করেছি। বকেয়া পানির বিল আদায়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা