০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

রাজবাড়ীতে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস, গ্রেফতার ৪

-

রাজবাড়ীতে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের হামিদুল ইসলাম, একই গ্রামের মোকলেছুর রহমান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের আজিবুল শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের নুরুল ইসলাম।
গত বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের ওয়াজেদ ফকিরের ছেলে জোবায়ের হোসেন পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন। একই উপজেলায় বাড়ি হওয়ায় হামিদুল, মোকলেছুর, আজিবুল ও তাদের সহযোগী নুরুল ইসলাম জোবায়েরকে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি জোবায়েরের বাবা ওয়াজেদ ফকিরের সন্দেহ হলে তিনি সদর থানায় লিখিত অভিযোগ দেন ও জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানান।
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১টি পদ শূন্য রয়েছে। এই ৩১টি পদের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ৩৩ জন। কনস্টেবল পদে চাকরি প্রার্থী বা তাদের আত্মীয়স্বজনরা যেন কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা না রাখেন। এ ব্যাপারে কারো যদি কোন আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 


আরো সংবাদ



premium cement

সকল