নয়া দিগন্ত দেশে নতুন ধারার সঞ্চার করেছে
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জে নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসবে বক্তারা বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় নয়া দিগন্ত সরকারের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে পত্রিকাটি বাংলাদেশের নতুন ধারার সঞ্চার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দফতর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্তের সিরাজগঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ, নাজমুল হাসান তালুকদার রানা, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মেহেদী হাসান, সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন আহমেদ, নয়া দিগন্তের শাহজাদপুর প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, কার্যকরী সদস্য সোহাগ হাসান জয় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নয়া দিগন্ত বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা। পত্রিকাটি প্রতিষ্ঠার দুই দশক নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার পত্রিকাটিকে নিষিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করলেও তার পথচলা থেমে থাকেনি। সরকারের সব সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নয়া দিগন্ত বাংলাদেশের নতুন ধারার সঞ্চার করেছে। তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে নয়া দিগন্তের মতো সকলে গণমাধ্যমকে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা