২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানুষ ভোটাধিকার প্রয়োগে উদগ্রীব : মাহবুবের রহমান শামীম

-

গত তিনটি সংসদ নির্বাচন ছিল প্রহসনের। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা এখন স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাতিয়ায় হরনী ইউনিয়নে জনকল্যাণ ট্রাস্ট হাই স্কুল হলরুমে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, দফতর সম্পাদক ওমর ফারুক টপি, হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি আলাউদ্দিন, জেলা বিএনপি নেতা আমিরুল মোমেনিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement