২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে ৩১ বছরেও হয়নি সেতুর সংযোগ সড়ক

সোনারগাঁওয়ে সংযোগ সড়কবিহীন সেতু : নয়া দিগন্ত -


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নে চেলারচর ও নবীনগর বিলের খালের ওপর সেতু নির্মাণের দীর্ঘ ৩১ বছর অতিবাহিত হলেও সংযোগ সড়কের সংস্কার কাজ না হওয়ায় ১৫ গ্রামের মানুষ সেতুর সুফল বঞ্চিত হচ্ছেন। ফলে বর্ষা মৌসুমে নৌকাযোগে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বেহাল দশা যেন দেখার কেউ নেই।
জানা যায়, ১৯৯২ সালে সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর ও নবীনগর বিলে খালের ওপর একটি সেতু নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। সেতুটি নির্মিত হওয়ার ৩১ বছর পার হলেও সেতুর দু’পাশের সংযোগ সড়ক সংস্কারকাজ না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায় চলাচল করতে হয়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১৫ গ্রামের মানুষ।

চেলারচর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, তার শিশুবয়সে এ সেতু নির্মিত হয়েছে। সেতুর দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য তার বাপ-চাচারা জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছিলেন। তারা এখন অনেকেই মারা গেছেন। সেতু নির্মাণের বহু দিন পর কিছু মাটি ফেলে প্রয়োজনের তুলনায় অনেকটা নিচু করে সড়ক তৈরি করা হলেও বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকায় কেউ সড়কে চলাচল করতে পারে না। গত ১০ বছর ধরে স্থানীয়রা সড়কটি পুনঃসংস্কারের জন্য আন্দোলন করে কোনো সুফল পায়নি।
এলাহীনগর গ্রামের বাসিন্দা জমিলা বেগম জানান, চেলারচর থেকে নবীনগর পর্যন্ত এ দুই গ্রামের বিলের খালের উপর সেতুটি নির্মাণ হওয়ার পর এ এলাকার নবীনগর, এলাহীনগর, ইসলামপুর, দড়িগাঁও, শম্ভুপুরা, ফতেপুর, গোবিন্দপুর, বানিয়াচং, দশদোনা নয়াগাঁও, চেলারচর, হোসেনপুরসহ ১৫ গ্রামের মানুষ এ পথ ধরে চলাচল করে। সেতুর দু’পাশের এ সড়কটি সংস্কার করা হলে এলাকাবাসী সুফল ভোগ করতে পারবে। স্থানীয়রা কৃষিপণ্য আনানেয়াসহ স্থানীয় নবীনগর মাদরাসা, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও হোসেনপুর কলেজের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমির হোসেন জানান, এ সড়কের উপর একটি প্রকল্প দিয়ে সামান্য মাটির কাজ বাস্তবায়ন করেছিলাম। সড়কটি নির্মাণ করতে তখন যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তা ইউনিয়ন পরিষদের বাজেটে হয়নি। এলজিইডি চাইলে একটি প্রকল্প দিয়ে সড়কটি নির্মাণ করতে পারে। গত কয়েক বছর ধরে এলজিইডির প্রকৌশলীদের একাধিকবার আশ্বাসের পরও সড়কটি নিমার্ণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো: রেজাউল হক জানান, সেতু নির্মাণের পরও দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী শুষ্ক মৌসুমে এ সেতুর দু’পাশের সংযোগ সড়কটি সংস্কারের জন্য প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 


আরো সংবাদ



premium cement