২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুরুদাসপুরে পাউবোর জমিতে আ’লীগ কর্মীর ঘর নির্মাণ

-


নাটোরের গুরুদাসপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধসংলগ্ন জায়গা দখল ও স্থানীয়দের যাতায়াতের পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মী ফারুক মোল্লা ও রশিদ সরদারের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে পৌর সদরের খলিফাপাড়া মহল্লায় ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবির সরদার, অবদুল মান্নান, শুকুম সরকার, মকুল মৃধা, মোস্ত মোল্লা প্রমুখ।
তারা বলেন, ২০ দিন আগে ওই রাস্তার মুখে জোরপূর্বক ঘর নির্মাণ করেন ফারুক ও রশিদ। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেন তারা। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অবিলম্বে রাস্তার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ চলাচলের রাস্তা খুলে দেয়ার দাবি জানান তারা। ফারুক মোল্লা ওই গ্রামের কাজিমুদ্দিন মোল্লার ছেলে ও রশিদ সরদার মরহুম সলেমান সরদারের ছেলে।

সরেজমিনে দেখা গেছে, খলিফাপাড়া শিমুলতলা ঘাটের চলাচলের একমাত্র রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গেছে। ওই রাস্তার ওপরই বস্তা ফেলে এলাকার অর্ধ শতাধিক পরিবারের সদস্যরা যাতায়াত করেন। শিমুলতলা ঘাটের পাশ দিয়ে আত্রাই নদী পর্যন্ত প্রায় ৫০০ গজ হেঁটেচলা পথের অধিকাংশ জায়গাই পাউবোর। কিন্তু বাঁধের ওপর অবৈধভাবে ঘর নির্মাণের ফলে লোকজন চলাচল করতে পারছে না।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী ফারুক মোল্লা মোবাইল ফোনে বলেন, ‘আমি কারো জায়গার ওপর ঘর করিনি, আমার জায়গায় করেছি। ওরা (পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী) যা পারে করুক।’
এদিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, জায়গাটি যেহেতু পাউবোর, কেমলমাত্র তারা চাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল তদন্ত করে দেখা যায়- পাউবির বাঁধের জায়গা দখল করে আছেন স্থানীয় ফারুক মোল্লা ও রশিদ সরদার। তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই নোটিশ দেয়া হবে। নোটিশ না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 


আরো সংবাদ



premium cement