১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

গলাচিপায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত প্রধানদের অধীনে

-

গলাচিপা উপজেলার কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত প্রধানদের অধীনে। গলাচিপা পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তিনটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।
অধ্যক্ষ ও প্রধান শিক্ষক বিহীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গলাচিপা কলাগাছিয়া এসএম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়, কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, কল্যাণ কলস বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়, পানখালি পানজাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, চর আগস্তি স্কুল অ্যান্ড কলেজ, আবদুস সালাম আইডিয়াল স্কুল, আমখোলার রামগঞ্জ দাখিল মাদরাসা, গোলখালী দাখিল মাদরাসা, মুরাদনগর দাখিল মাদরাসা, মানিকচাঁদ দাখিল মাদরাসা।
২০১৭ সালের ২ জানুয়ারি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল মিয়া অবসরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান ওই স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান। তিনিও অবসরে যাওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হালিম মিয়া চলতি বছরের ১৯ জানুয়ারি অবসরে গেলে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন। গলাচিপা উপজেলার একমাত্র সরকারি স্কুল গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলমকে অবসরে যাওয়ার এক বছর আগে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি তাকে জোর করে বিদেশ পাঠান। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিজাম উদ্দিনকে দায়িত্ব দেন। তিনি ৬-৭ বছর ধরে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
গলাচিপা উপজেলা থেকে বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস এলাকায় হাজী কেরামত আলী ডিগি কলেজের অধ্যক্ষ মো: জব্বার মিয়া ২০১৯ সালে ৩১ জানুয়ারি অবসরে যান। পরে পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক বাবুল আক্তার, প্রভাষক এনামুল হক ও প্রভাষক জাহিদুল ইসলাম। সরকার পতনের পর ওই তিন শিক্ষকের কেউই কলেজে যাননি। ডিসি মহোদয় তাদের বেতন ভাতাদি বন্ধ করে রেখেছেন। বর্তমানে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন মো: আলিম উজজামান।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রেজাউল কবির জানান, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি নিয়ম কানুন ও বিধি অনুযায়ী পরিচালনা করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব। তবে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ করাই উত্তম।

 


আরো সংবাদ



premium cement
অর্থ পাচারে জড়িত আ’লীগের ৭০ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না: তথ্য উপদেষ্টা লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলা : বিশ্বজুড়ে নিন্দা কালেমাখচিত কালো পতাকা মিছিলের নেপথ্যে কারা বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না : ডা: শফিকুর রহমান ১০০ টাকার নিচে নেই কোনো সবজি, নিম্নমুখী ডিমের দাম গুলিতে নেসারের বাহুর হাড় টুকরা টুকরা হয়ে গেছে লুটপাটই সাধনের সাধনা বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে : রিজভী নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন মিয়ানমার নৌবাহিনীর হাতে বাংলাদেশী জেলে হত্যার প্রতিবাদ ঢাকার

সকল