০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

রাজাপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কারের দাবি

রাজাপুরের পুকুরিজানা গ্রামে ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর মানববন্ধন : নয়া দিগন্ত -

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের মিলবাড়ি বাজার এলাকার ঝুঁকিপূর্ণ লোহার ব্রিজ দ্রুত সংস্কার অথবা নতুন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার মিলবাড়ি বাজার এলাকার ওই ব্রিজে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার মাহবুব খান আলম হাওলাদার, হাফেজ আব্দুল মান্নান, রাসেল হাওলাদার, দুলাল খান ও রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০১ সালে লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গেছে। স্থানীয়রা কাঠ ও খুঁটি দিয়ে মেরামত করে কোনমতে চলাচল করছে। তবে শিশু ও বৃদ্ধরা ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করতে পারছেন না। মঠবাড়ি ও পুখরিজানা গ্রামের অন্তত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও মিলবাড়ি বাজারের লোকজনসহ কয়েক হাজার মানুষ এ ব্রিজ দিয়ে যাতায়াত করে। তাই দ্রুত ব্রিজটি সংস্কার করতে হবে।


আরো সংবাদ



premium cement