২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে দুই হাজারের বেশি মানুষ

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে দুই হাজারের বেশি মানুষ - সংগৃহীত

পাপুয়া নিউ গিনিতে তিন দিন আগে ভয়াবহ ভূমিধস হয়েছে। এই ভূমিধসে দুই হাজারের বেশি মানুষ চাপা পড়েছে। সোমবার দেশটির সরকার জানিয়েছে, দুর্গম অঞ্চল এবং ত্রাণ পরিবহনের অসুবিধার কারণে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ হয়ে এসেছে।

জাতীয় দুর্যোগ কেন্দ্র জাতিসংঘকে লেখা চিঠিতে, চাপা পড়া মানুষের নতুন এই সংখ্যা জানিয়েছে। সোমবার এই চিঠি প্রকাশিত হয়েছে। জাতিসঙ্ঘের অন্য আরেকটি সংস্থা সম্ভাব্য মৃত্যু-সংখ্যা ৬৭০ জনের বেশি বলে জানিয়েছে।

তথ্যের এই ভিন্নতার কারণ হলো, দূরবর্তী অঞ্চল এবং সেখানকার জনসংখ্যার বিষয়ে সঠিক ধারণার অভাব। পাপুয়া নিউ গিনির সর্বশেষ বিশ্বাসযোগ্য আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০০০ সালে। এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির অনেক মানুষ বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামে বসবাস করেন।

শুক্রবার ভোর ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় মাইপ-মালিতাকা অঞ্চলের ছয়টি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। তখন সেখানকার বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। এই ভূমিধসে, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দেড় শতাধিক বাড়ি।

ভূমিধসের ৭২ ঘণ্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরও, সেখানকার বাসিন্দারা কোদাল, লাঠি ও খালি হাতে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।

অস্ট্রেলিয়া সোমবার রাতে প্রাথমিকভাবে ১৬ লাখ ৬০ হাজার ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। বলেছে, তারা উদ্ধার ও পুনর্গঠন কাজে সহায়তা করার জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ পাঠাবে।অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যেই সরঞ্জাম ও উপকরণ দিয়ে সহায়তা করছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতি আকৃষ্ট চীন বলেছে, তারা পাপুয়া নিউ গিনির প্রয়োজনের প্রতি মনোযোগ দেবে এবং ত্রাণ ও দুর্যোগ পরবর্তী পুনর্গঠনে তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।

পাপুয়া নিউ গিনিতে জাতিসঙ্ঘ অভিবাসন সংস্থার মিশন প্রধান সেরহান আকতোপ্রাক বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পরও, বৃষ্টি, নরম মাটি ও প্রবাহমান পানির কারণে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের জন্য ধ্বংসাবশেষ পরিষ্কার করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমি মনে করি, মানুষ বুঝতে পারছে কাউকে জীবিত বের করে আনার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী সোনারগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা

সকল