০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

নিউজিল্যান্ডে করোনায় নতুন করে ৯ হাজার ২৫৬ জন আক্রান্ত

নিউজিল্যান্ডে করোনায় নতুন করে ৯ হাজার ২৫৬ জন আক্রান্ত -

নিউজিল্যান্ডে মহামারী করোনাভাইরাসে নতুন করে ৯ হাজার ২৬৫ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

তারা আরো জানায়, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৯৬ জন প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় আরো জানায়, এ ভাইরাসে নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৩০ জন সম্প্রতি বিদেশ সফর করেন। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮২২ জন রোগি বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৪ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।

২০২০ সালের গোড়ার দিকে নিউজিল্যান্ডে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১৫ লাখ ৬৮ হাজার ৪৬৯ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে দেশটি জানায়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement