১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় খনি কেন্দ্রের কাছে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে

- ছবি : বাসস

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার খনিজ সমৃদ্ধ পশ্চিম উপকূলে একটি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় দ্রুত শক্তি সঞ্চয় করছে বলে আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। উক্ত এলাকায় প্রবল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং এর ফলে বাধ্য হয়ে বিশ্বব্যাপী লৌহ আকরিক পরিবহনের এই কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছে।

সরকারি পূর্বাভাসকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় জেলিয়া শুক্রবার বিকেলে স্থলভাগে আঘাত হানার আগে সবচেয়ে শক্তিশালী পাঁচ নম্বর ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিশ্বের বৃহত্তম লৌহ আকরিকবোঝাই করার বন্দরগুলোর মধ্যে একটি পোর্ট হেডল্যান্ড। বর্তমানে এখানে জাহাজ পরিস্কার করে সব কাজ বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া ব্যুরোর পূর্বাভাসক ডিন ন্যারামোর বলেন, ‘এটি আজ দ্রুত শক্তি সঞ্চয় করতে থাকবে এবং তারপর উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করতে পারে।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল)-এর চেয়েও শক্তিশালী ‘ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক বাতাস’ বয়ে আনতে পারে।

তিনি আরো বলেন, ‘ঘূণিঝড় কেন্দ্রে ঘণ্টায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

আবহাওয়া ব্যুরো তথ্য অনুসারে, ‘ক্যাটাগরি পঞ্চম ঘূর্ণিঝড় ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং ‘ভবনগুলোর ব্যাপক ধ্বংস’ ঘটাতে পারে।

নারামোর বলেন ‘এই কারণেই আমরা পিলবারা উপকূলের এই অংশ জুড়ে আমাদের বাসিন্দাদের নিয়ে এত উদ্বিগ্ন। এটি একটি তীব্র এবং বিপজ্জনক ঝড়।’

ঘূর্ণিঝড়টি সম্ভবত পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে-রাজধানী পার্থ থেকে উত্তরে এবং কম জনবহুল খনি এবং গবাদি পশু পালন এলাকাসহ দেশজুড়ে অভ্যন্তরীণ স্থানে আঘাত হানতে পারে।

আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূল দেশের সবচেয়ে ঘূর্ণিঝড়-প্রবণ অঞ্চল। এখানে দক্ষিণ গোলার্ধের দুর্যোগ সর্বোচ্চ ঘূর্ণিঝড় হয়ে থাকে।

এই অঞ্চলে লৌহ আকরিক, তামা এবং সোনার উল্লেখযোগ্য মজুদ রয়েছে এবং অস্ট্রেলিয়ার বৃহত্তম খনির কয়েকটির এখানে অবস্থিত। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শাহবাগে আবারো প্রাথমিক শিক্ষকদের অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে ডিমের দাম আকাশছোঁয়া উত্থান দিয়ে সপ্তাহ শেষ হলো পুঁজিবাজারে হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেয়া হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় চোটের ধুমে, সুখে বাংলাদেশ মাধবদী-বাবুরহাট বাদ দিয়ে বাইপাস নির্মাণ বন্ধের দাবি, ৫ দিনের আল্টিমেটাম ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজি : ফেনীতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন শিবলী রুবাইয়াতের স্ত্রীসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল