১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ভানুয়াতুর জনবহুল দ্বীপে ফ্লুর প্রাদুর্ভাব ঘোষণা

- ছবি : ইউএনবি

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ ইফাতে ফ্লুর প্রাদুর্ভাব ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শনিবার ডেইলি পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নজরদারিতে ৩৬০ জন নিশ্চিত ফ্লু রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে ইফা দ্বীপে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণকে নিয়মিত হাত ধোয়া, কাশি বা হাঁচি দেয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখা এবং জনসমাগমস্থলে গেলে মাস্ক পরাসহ উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

জনগণকে জনবহুল স্থানে চলাচল সীমিত করতে এবং প্রতিবন্ধী, শিশু ও বয়স্কদের প্রতি অতিরিক্ত যত্ন নেয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বর, কাশি, গলা ব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ সম্পর্কেও সচেতন থাকার কথা মনে করিয়ে দেয়া হয় ওই নির্দেশনায়। একইসাথে যাদের এই ধরনের লক্ষণ রয়েছে, তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সহায়তা নিতে উৎসাহিত করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল