০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- ছবি : বাসস

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার (২৭ মাইল)।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের ফলে সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং ভানুয়াতুর উপকূলরেখার কিছু অংশে এক মিটার (প্রায় তিন ফুট) পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।

ফিজি, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালুসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য স্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা ৩০ সেন্টিমিটার (এক ফুট) বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল