১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের হয়ে বিকেএসপির এ্যাথলেটিক্সে সাফল্য

- ছবি : নয়া দিগন্ত

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ৪র্থ সাইথ এশিয়ান জুনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানারআপ হবার গৌরব অর্জন করেছে। 

রোববার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিজয়ী এ্যাথলেটিক্স দলটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলের সকলকে অভিনন্দন জানান।

গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির এ্যাথলেট মো: তামিম হোসেন ট্রিপল জ্যাম্প ইভেন্টে ১৪.৭৫ মি. দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক লাভ করেন। 

এছাড়া ছেলে (আসলাম শিকদার, বোরহান শেখ, হাফিজুর রহমান ও আব্দুল্লাহ আল সবুর) ও মেয়েদের (সুমাইয়া আক্তার, আজমি খাতুন, মীম আক্তার ও রুনা আক্তার) ৪০০ মি. রিলেতে বিকেএসপির এ্যাথলেটরা আরো ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রতিযোগিতায় সার্ক ভুক্ত ৭টি দেশের এ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বিকেএসপির ১৫ সদস্যের দলটি প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ফৌজিয়া হুদা জুঁই এবং কোচ হিসেবে ছিলেন মো: শাহাদাৎ হোসেন ভূঁইয়া ও মো: মোবারক হোসেন টিপু।


আরো সংবাদ



premium cement