০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

স্বর্ণপদক ফেরত পেলে চোরকেই দেবেন অলিম্পিক চ্যাম্পিয়ন ফেন্সার!

স্বর্ণপদক ফেরত পেলে চোরকেই দেবেন অলিম্পিক চ্যাম্পিয়ন ফেন্সার! - সংগৃহীত

সাবেক হাঙ্গেরিয়ান ফেন্সার লাসজলো সিসোংরাদি তার অলিম্পিক স্বর্ণপদক চুরির কারণে এতটাই বিচলিত হয়ে পড়েছেন যে চোর যদি স্বর্ণপদকটি ফেরত দেয় তাহলে তিনি তা আবার তাকে দিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন।

সিওলে ১৯৮৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের দলের সাবার প্রতিযোগিতায় ৬৫ বছর বয়সী সিসোংরাদি অলিম্পিক স্বর্ণ জিতেছিলেন।

গত ১০ সেপ্টেম্বর সাবেক এ ক্রীড়াবিদ যখন ঘুমাচ্ছিলেন, তখন চোর তার ঘরে ঢুকে শুধু স্বর্ণপদকটিই নিয়ে যান। এ ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়েছেন তিনি। চোর যদি পদকটি ফেরত দেয়, তবে সেটি তিনি স্বেচ্ছায় চোরকেই দিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সিসোংরাদি বলেন, ‘দু’সপ্তাহ ধরে আমি শান্ত হতে পারি না এবং খুশি হতে পারি না। কারণ সবকিছুই আমাকে আমার চুরি হওয়া অলিম্পিক স্বর্ণপদকের কথা মনে করিয়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘আমি অপরাধীকে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু আমি চাই যে সে সেই মূল্যহীন বস্তু ফেরত দেবে যার অর্থ তার কাছে কিছুই নয়। এটিকে ডাকবাক্সে ফেলে দিন এবং আপনি যদি চান তবে আমি এটিকে আমার উইলে কোনো যাদুঘরে রেখে দেবো না, আমি আপনাকেই এটি উইল করব।’

মেডেলটি একটি আলমারিতে রাখা ছিল। অলিম্পিক চ্যাম্পিয়ন বলেন, ‘তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিতে পারতেন, কিন্তু কিছু কারণে (পদক) তার আগ্রহ ছিল। চোর অনেক জিনিস ছুঁয়েছে, অনেক আঙ্গুলের ছাপ ফেলে গেছে, কিন্তু শনাক্ত করার মতো কিছুই নেই। আমি জানি না তার কাছে বার্তা পৌঁছানোর জন্য কী করতে হবে। আমি তাকে আঘাত করতে চাই না... আপনি আমার সাথে আলোচনা করতে পারেন।’


আরো সংবাদ



premium cement
ভারতের সাথে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি হাসনাত আবদুল্লাহর এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে : কোচ শুভ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

সকল