চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ১৬:৫৭
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণে ছয়জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটিতে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেগাসিটি চংকিংয়ের কাছের দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়।
কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ দফতরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ভূমিধসের ঘটনায় চারজন এবং পানিতে ডুবে আরো দুজন মারা গেছে।
সিনহুয়া জানায়, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগে প্রায় সাত হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তারা আরো জানায়, দিয়ানজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ২৫৪ দশমকি ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরের বেশিরভাগ অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা