৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৪, ২২:৪২
খরচ কমাতে এবং ধুঁকতে থাকা ব্যবসা ফের দাঁড় করানোর লক্ষ্যে অভ্যন্তরীণভাবে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে জাপানের তোশিবা করপোরেশন।
বৃহস্পতিবার (১৬ মে) দীর্ঘদিন ব্যবসা করা কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।
ডিসেম্বরের পরে শিল্প গোষ্ঠীটি নতুন মালিকানার অধীনে পুনর্গঠনকে এগিয়ে নেওয়ার সাথে সাথে সর্বশেষ এই পদক্ষেপ গ্রহণ করে। ২০২৩ সালের মার্চের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রায় ১ লাখ ১০ হাজার কর্মী ছিল।
কোম্পানিটি বলছে, আগাম অবসরের প্রস্তাবের মাধ্যমে তোশিবা গ্রুপের সংস্থাগুলোতে কর্মরত ৫০ বছর বা তার বেশি বয়সী আভ্যন্তরীণ কর্মীদের বেছে নেওয়া হয়েছে। ছাঁটাই করা কর্মীদের মধ্যে বেশিরভাগই হবে প্রশাসন ও সহায়তা বিভাগের।
তোশিবা আরো বলেছে, রাজধানী টোকিও থেকে পশ্চিমের কাওয়াসাকিতে অফিসের কার্যালয় স্থানান্তর করবে এবং তিন বছরে ১০ শতাংশ পরিচালনার মুনাফার হার লক্ষ্য করবে।
জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্সের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম তার ব্যবসা পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে ২ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার) মূল্য দিয়ে অধিগ্রহণের পর গেল ডিসেম্বরে তোশিবা জাপানি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হয়। আর এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কোম্পানি হিসেবে তার ৭৪ বছরের দীর্ঘ ইতিহাসের অবসান ঘটে।
সূত্র : ইউএনবি