১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফের গৃহবন্দি সু চি

অং সান সু চি - ফাইল ছবি

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি থাকা সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সু চি’‌কে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দি করেছে সামরিক জান্তা সরকার।

মিয়ানমারে এখন তীব্র গরমের সাথে চলছে তাপপ্রবাহ। তাই এই সিদ্ধান্ত। জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য শুধু অং সান সু চি নয়, অন্যান্য বয়স্ক বন্দীর জন্যও ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে অং সান সু চি’‌র ছেলে কিম অ্যারিস কারাগারে তার মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, গুরুতর মাড়ির রোগে ভুগছেন তিনি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সু চি’‌কে ক্ষমতাচ্যুত করার পরে জেলে থাকার সময় তার খাবার খেতে সমস্যা হতো।

প্রায় দুই দশক ধরে কোনো না কোনো কারণে গ্রেফতার হয়েছেন সু চি। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের মতো একাধিক অপরাধের জন্য তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

১৯৮৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর গৃহবন্দি ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি। তার হাত ধরেই ২০১০ সালে মিয়ানমারে গণতন্ত্র ফিরেছিল।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement