আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা বন্ধ হবে না : আজারবাইজান
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫, আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১
জাতিগত আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত নাগারনো-কারাবাখে 'সন্ত্রাসবিরোধী' অভিযান বন্ধ হবে না বলে ঘোষণা করেছে আজারবাইজান। মঙ্গলবার আজারবাইজান জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাকামী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।
বাকু অস্ত্র হস্তান্তর এবং 'অবৈধ প্রশাসন' ভেঙে দেয়ার জন্য 'অবৈধ আর্মেনিয়ান সামরিক ফরমেশনের' প্রতি নির্দেশ দিয়েছে।
কারাবাখের জাতিগত আর্মেনিয়ানরা মঙ্গলবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে। তবে এটা পরিষ্কার যে আজারবাইজানি কর্তৃপক্ষ চাচ্ছে, পার্বত্য এই ছিটমহলের বিজয় সম্পন্ন করতে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান অভিযোগ করেছেন, আজারবাইজান 'জাতিগত শুদ্ধি অভিযানের লক্ষ্যে এই স্থল হামলা শুরু করেছে।
তবে দেশের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে শত শত আর্মেনিয়ান বিক্ষোভকারী ইয়েরেভেনে পার্লামেন্টের বাইরে পুলিশের সাথে সংঘর্ষে মত্ত হয়। তারা তাদের নেতাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে তার পদত্যাগ আহ্বান করেন।
আজারবাইজান জানিয়েছে, আলোচনা হতে পারে ইয়েভলাখে। স্থঅনটি কারাবাখ অঞ্চলের রাজধানী খানকেনদির ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। জাতিগত আর্মেনিয়ানরা একে বলে স্টেপনাকার্ট।
নাগারনো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক জাতিগত আর্মেনিয়ান এবং খ্রিস্টান। আর্মেনিয়ান সরকারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৯০-এর দশকের প্রথম দিকে একবার এবং ২০২০ সালে আরেকবার দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। তিন বছর আগে আজারবাইজান নাগারনো-কারাবাগের বিশাল এলাকা দখল করে নেয়। পরে রাশিয়ার তদারকিতে সেখানে যুদ্ধবিরতি হয়।
এদিকে গত ৯ মাস ধরে আর্মেনিয়া ও কারাবাখের মধ্যকার সংযোগকারী ল্যাচিন করিডোরে অবরোধ আরোপ করে রেখেছে আজারবাইজান।
আজারবাইজান জানিয়েছে, চার পুলিশ কর্মকর্তাসহ ছয় ব্যক্তির ল্যান্ড মাইন বিস্ফোরণে মৃত্যুর প্রেক্ষাপটে তারা এই অভিযান শুরু করেছে।
কারাবাখের কর্মকর্তারা জানিয়েছে, আজারবাইজানের অভিযানে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে, কয়েক ডজন লোক আহত হয়েছে।
আজারবাইজান জানিয়েছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না। তারা কেবল সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।
সূত্র : বিবিসি, আল জাজিরা