ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২১, ১৪:১২
ফিলিপাইনে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সোমবার ২০০ জন ছাড়িয়ে গেছে। এ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে কোনোমতে প্রাণে বেঁচে যাওয়া লোকজন খাবার পানি ও খাদ্য সরবরাহের আকুতি জানিয়েছেন।
খবর এএফপি’র।
ফিলিপাইন রেডক্রস জানায়, এ ঘূর্ণিঝড়ের আঘাতে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং গাছপালা উপড়ে পড়ায় দেশটির উপকূলীয় বিভিন্ন এলাকা ‘ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে পড়েছে, জমির ফসল বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। এ দুর্যোগে এতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে এটিকে ২০১৩ সালে ঘটে যাওয়া সুপার টাইফুন হাইয়ানের সাথে তুলনা করা হচ্ছে।
পুলিশ জানায়, ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সর্বশেষ এ ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে এবং এখনো ৫২ জন নিখোঁজ রয়েছে। এ ঝড়ে আরো কয়েক শ’ মানুষ আহত হয়েছেন।
ঘূর্ণিঝড় ‘রাই’ দেশটিতে বৃহস্পতিবার আঘাত হানে। এতে এ দুই অঞ্চলের তিন লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।