ফিলিপাইনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৫০
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০২১, ১৫:০২, আপডেট: ০৫ জুলাই ২০২১, ১৬:৪১
ফিলিপাইনের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডগার্ড অ্যারেভালো এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, নিহতদের মধ্যে ৪৭ জন সামরিক বাহিনীর সদস্য ও বাকি তিনজন বেসামরিক লোক।
অপরদিকে দেশটির ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়, আহত ৪৯ সৈন্য ও চার বেসামরিক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় ফিলিপাইনের সোলো প্রদেশের পাতিকুল শহরের কাছে বাংকাল গ্রামে দেশটির বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়। লকহিড সি-১৩০ হারকিউলিস প্রজাতির ওই বিমানটিতে সৈন্যসহ ৯৬ আরোহী ছিল।
ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান সিরিলিটো সোবেজানার বিবৃতিতে জানানো হয়, বিমানটি অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা