২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

করোনা রোগী পালানোর চেষ্টা করলেই গুলির অনুমতি!

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার থেকে পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করার অনুমতি দিয়েছে নেপালে এক স্থানীয় সরকার। নেপালের পসরা জেলায় নিরাপত্তাবাহিনীকে এই অনুমতি দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক দ্য হিমালয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনো করোনা আক্রান্ত রোগী পালানোর চেষ্টা করলে এমনি ব্যবস্থা নেয়া হবে। পারসা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

পারসার পুলিশ সুপার গঙ্গা পান্তা জানিয়েছেন, বুধবার জেলার ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়। নিরাপত্তা কর্মীরা প্রয়োজনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে পারবে।

এর আগে বুধবার নারায়ণী উপ-আঞ্চলিক হাসপাতাল থেকে দুজন কোভিড-১৯ রোগী পালিয়েছিল। যদিও পুলিশ ওই দিনই তাদের আটক করেছে।

এদিকে পারসা জেলা প্রধানের এমন সিদ্ধান্ত নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিষয়টিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মত দিচ্ছেন কেউ কেউ।

নিরাপত্তা বাহিনীকে এমন অনুমতি দেয়াকে বিপজ্জনক উল্লেখ করেছে দেশটির মানবাধিকার কর্মীরা।

বিশ্ব জরিপ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত মাত্র ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ জন।

সূত্র : দ্যা হিমালিয়ান টাইমস


আরো সংবাদ



premium cement