আফগানিস্তানে আবার বোমা হামলায় নিহত ৫
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২০, ২১:১৩, আপডেট: ১৫ মে ২০২০, ২১:০৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে ট্রাক বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে গারদেজ শহরের সামরিক আদালতের কাছে এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। একজন সামরিক মুখপাত্রের বরাতে এখবর জানা যায়।
দেশটিতে গত মঙ্গলবার হওয়া দুটি বোমা হামলার পর একদিনের ব্যবধানে এটি তৃতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল। তবে তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘গারদেজ শহরের এক সামরিক আদালতে কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অনেক বেসামরিক নিহত ও আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
তালেবান বিদ্রোহী গোষ্ঠীমুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে।
পাকতিয়া প্রদেশের সামরিক বাহিনীর মুখপাত্র ইমাল খান মোহাম্মদ জানান, বিস্ফোরক বোঝাই একটি ট্রাক দিয়ে হামলাটি চালানো হয়, এতে পাঁচ জন নিহত ও ১৪ জন আহত হন।
এর আগে, মঙ্গলবার কাবুলের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে বন্দুকধারীদের হামলায় নবজাতক ও নারীসহ ২৪ জন নিহত এবং নানগাহার প্রদেশে এক পুলিশ কমান্ডারের জানাজায় ইসলামিক স্টেটের আত্মঘাতী হামলায় ৫০ জন নিহত হওয়ার দুই দিন পর দেশটিতে ফের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। তবে ওই দুই হামলার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় বলে দাবি তালেবান গোষ্ঠীর।
সূত্র : আল জাজিরা