০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে নতুন অস্ত্র ব্যবহার করতে চায় চীন

- ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চলাচলকারী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে বিদ্যুৎচৌম্বকীয় অস্ত্র তথা ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছে চীনা ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস।

চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিকটি দেশটির একজন সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এ আহ্বান জানায়। এতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবীকৃত এলাকায় চলাচলকারী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে হটিয়ে দেয়ার জন্য এ ধরণের অস্ত্র ব্যবহার করতে চীনের গণমুক্তি ফৌজের প্রতি আহ্বান জানান হয়।

চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত ওই সাগর দিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ যাতায়াত করার পর এ আহ্বান জানান হলো।

বারবার মার্কিন আগ্রাসন ঠেকানোর জন্য নতুন পন্থা বেছে নিতে হবে বলে চীনা সামরিক বিশেষজ্ঞ সং জাওনংপিং জানান। এ সব পন্থার অন্যতম হতে পারে বিদ্যুৎচৌম্বকীয় বা লেসার অস্ত্র। এ জাতীয় অস্ত্র প্রয়োগে প্রাণহানির কোনও আশংকা নেই বলে একে নন লেথাল বা 'অ-মারণাস্ত্র'ও বলা হয়।

চীনা সামরিক বিশেষজ্ঞ আরো বলেন, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে গোলাগুলি ছোঁড়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ তাতে মার্কিনিরা পাল্টা জবাব দেবে এবং চীন-মার্কিন সংঘাতের সূচনা হবে। এছাড়া, ১৯৮৮ সালে কৃষ্ণসাগরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুদ্ধজাহাজের ঘটনা থেকে বোঝা যায় যে, মার্কিন যুদ্ধজাহাজকে ধাক্কা দেয়া হলে তাতে কোনো সুফল পাওয়া যাবে না।

তিনি বলেন, 'অ-মারণাস্ত্রের প্রয়োগে শত্রু জাহাজের অস্ত্র ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়বে।

গত মাসের ১৭ তারিখে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান পি-৮৪ লক্ষ্য করে লেসার অস্ত্র প্রয়োগের কথাও তুলে ধরেন সং। তিনি একে ভাল উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এ জাতীয় অস্ত্র আরও প্রয়োগ করা যেতে পারে।

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোকাবেলায় বেইজিংয়ের প্রস্তুতি কয়েকগুণ বেড়েছে বলেই সংয়ের বক্তব্যের ভিত্তিতে মনে করছেন অনেক বিশ্লেষক। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল